ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিতাসে চুরি হওয়া গরুসহ দুই চোরকে আটক করেছে পুলিশ
কবির হোসেন
Published : Saturday, 28 August, 2021 at 7:38 PM
তিতাসে চুরি হওয়া গরুসহ দুই চোরকে আটক করেছে পুলিশতিতাসের ঐচারচর গ্রাম থেকে চুরি হওয়া গরুসহ দুই চোরকে আটক করেছে তিতাস থানা পুলিশ। শুক্রবার রাতে গরুসহ চোরদের ধাওয়া করে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক হয়। আটক কৃতরা হলো নাজমুল হক(২৩) দেবিদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের পিতা অজ্ঞাত ও দুলাল মিয়া (কষাই দুলাল) রামচন্দ্রপুর ভাঙ্গরা থানা। গরুর মালিক অটোরিকশা চালক মো.উজ্জল মিয়া জানান শুক্রবার রাত আনুমানিক বারোটার সময় ছয় মাসের গাভিন গরুটি পিক-আপে করে নিয়ে যাচ্ছে, আওয়াজ পেয়ে সাথে সাথে সিএনজি নিয়ে চোরাদের পিছু নেই,মাছিমপুর বাজারে গিয়ে পুলিশ দেখে বিষয়টি জানালে পুলিশও আমাদের সাথে চোরদের ধাওয়া করে মুরাদনগর উপজেলা এলাকা থেকে দুই চোরসহ আমার গাভীটি আটক করে তিতাস থানায় নিয়ে আসে। পুলিশ সহকারী- উপপরিদর্শক শাজাহান মিয়া বলেন রাত আনুমানিক বারোটার উপজেলার ঐচারচর গ্রামের উজ্জ্বল মিয়ার একটি গরু চুরি করে পিক-আপে করে নিয়ে যাচ্ছিল।পিছনে উজ্জলও চোরদের ধাওয়া করছে, এমন সময় বিষয়টি আমাদের জানায় উজ্জল,তখন আমি সংঙ্গীয় ফোর্স নিয়ে চোরদের ধাওয়া করে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে গরুসহ দুই চোরকে আটক করে থানায় নিয়ে আসি। আরো দুইজন পালিয়ে গেছে।এঘটনায় উজ্জল মিয়া বাদী হয়ে মামলা করেছে। আটকৃতদের কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।