ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে তিতাসে সাংবাদিকদের সাথে মতবিনিময়
Published : Sunday, 29 August, 2021 at 12:00 AM
তিতাস প্রতিনিধিঃ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে তিতাসে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম। গতকাল শনিবার বেলা ১১টায় মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, গতকাল ২৮ আগস্ট হতে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে এবং ইতিমধ্যে উপজেলার সকল এলাকায় মাইকিং, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে প্রচারণা শুরু হয়েছে। রোববার উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে বিভিন্ন জাতের পোনা মাছ অবমুক্ত করা হবে এবং মৎস্য খাতে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এছাড়াও সুফল ভোগীদের প্রশিক্ষণ ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হবে। সপ্তম দিন শুক্রবার মৎস্য সপ্তাহ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত থাকবেন মৎস্য সচিব মহোদয়।