চান্দিনায় চাহিদার তুলনায় মাছের উৎপাদন দেড়গুণ
Published : Sunday, 29 August, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার
চান্দিনায় মাছের চাহিদার তুলনায় দেড়গুণ বেশি মাছ উৎপাদন হচ্ছে। এই উপজেলায়
সাড়ে চার লক্ষ মানুষের মাছের চাহিদা মোট ৯ হাজার ৫০০ মেট্রিক টন। ওই
চাহিদার বিপরীতে চলতি বছর উৎপাদন হয়েছে ১২ হাজার ৫০০ মেট্রিকটন।
শনিবার
(২৮ আগস্ট) সকালে চান্দিনা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এক সংবাদ
সম্মেলনে ওই তথ্য তুলে ধরেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুক
ময়েদুজ্জামান।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এ এবারের প্রতিপাদ্য ‘বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি’।
মৎস্য
কর্তকর্তা বলেন- ‘মাছ চাষে উদ্বুদ্ধ করতে আমরা প্রদর্শনী, প্রশিক্ষণ ও
জেলেদের বিকল্প কার্যক্রমের মাধ্যমে উপজেলায় সেলাই মেশিন ও ছাগল বিতরণ করা
হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।
তিনি আরো বলেন,
মৎস্যজাত উৎস থেকে প্রাণীজ আমিষের চাহিদা পূরণ, দারিদ্র্য বিমোচন ও রপ্তানি
আয় বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করছে।
মৎস্য খাতের এ অনন্য সফলতা ধরে রাখার লক্ষে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ
করেছে।
এ সময় তিনি উপজেলার সকল মৎস্য চাষী, মৎস্যজীবী, আড়ৎদার, মৎস্য
ব্যবসায়ীসহ মৎস্য সেক্টরের সাথে জড়িত সকলকে মৎস্য চাষে আরও উদ্যমী হতে
আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফিল্ড এসিস্ট্যান্ট মো. মনির হোসেন, সুজয় চন্দ্র রায় প্রমুখ।