হোমনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত
Published : Sunday, 29 August, 2021 at 12:00 AM
শফিকুল ইসলাম পলাশ, হোমনা ||
কুমিল্লার
হোমনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাতে ‘চির উন্নত মম শির’
শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দের সভাপতিত্বে রাত সাড়ে আট টায় তার
কার্যালয় থেকে অনুষ্ঠানটি সরাসরি পরিচালিত হয়। শেষ হয় রাত বারোটায়। সহকারী
পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিদুল হক দেওয়ানের সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনায়
অংশ নেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা
স্বপন চন্দ্র বর্মন, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম
শাজু, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, জয়পুর ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা ও ভাষানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
কামরুল ইসলাম, হোমনা ডিগ্রি কলেজের প্রভাষক মো. ইকবাল হোসাইন প্রমুখ। কবিতা
আবৃত্তি, গান, হামদ্-নাত, গজল, ভজন, শ্যামা ও আরাধনা সংগীতানুষ্ঠানটি রাত
বারোটায় শেষ হয়।