পাকিস্তানের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বিখ্যাত কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। নিজের ব্যস্ত সূচির কারণে কোনো আন্তর্জাতিক দলের দায়িত্ব নিতে চান না বলে জানিয়েছেন এ সাবেক জিম্বাবুইয়ান ক্রিকেটার।
ক্রিকেট পাকিস্তান ডট কমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সদ্য বিদায়ী চেয়ারম্যান এহসান মানি বর্তমান হেড কোচ মিসবাহ উল হকের জায়গায় নতুন কাউকে দায়িত্ব দিতে চাচ্ছিলেন। বিশেষ করে ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ফ্লাওয়ারের দিকে ঝুঁকেছিল পিসিবি।
কিন্তু বর্তমান পিএসএলে মুলতান সুলতানস, সিপিএলে সেইন্ট লুসিয়া কিংস, টি-টেন লিগে দিল্লি বুলস এবং দ্য হানড্রেডে ট্রেন্ট রকেটসের প্রধান কোচ হিসেবে কাজ করছেন ফ্লাওয়ার। এছাড়া আইপিএলের দল পাঞ্জাব কিংসের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। তাই এখন আপাতত জাতীয় দলের দায়িত্ব নেয়ার ইচ্ছা নেই তার।
ফ্লাওয়ার ফিরিয়ে দেয়ার পর এখন অন্য কোনো বিদেশি কোচ খুঁজে পাওয়া বেশ কঠিনই হয়ে গেলো পাকিস্তানের জন্য। তবে মানির দায়িত্বকাল শেষ হয়ে গেলেও, নিজের চাকরি নিয়ে নিশ্চিন্ত হতে পারবেন না মিসবাহ। কেননা সম্ভাব্য নতুন চেয়ারম্যান রমিজ রাজাও বিদেশি কোচ নিয়োগ দেয়ার পক্ষে।
তবে ক্রিকেট পাকিস্তান ডট কমের সূত্র অনুযায়ী, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগপর্যন্ত মিসবাহকে সরানোর সম্ভাবনা খুব একটা নেই। কেননা এমনটা করলে নতুন কোচ এসে দলের সঙ্গে বোঝাপড়ার তেমন সময়ই পাবেন না। তাই অন্তত নভেম্বর পর্যন্ত হয়তো মিসবাহকেই দেখা যাবে এ দায়িত্বে।