ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এক মাসের দুধের শিশুকে রেখে মায়ের আত্মহত্যা
Published : Monday, 30 August, 2021 at 4:41 PM
এক মাসের দুধের শিশুকে রেখে মায়ের আত্মহত্যাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সালমা আক্তার (২৭) নামে তিন সন্তানের এক জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ডাক্তারপাড়ায় এ ঘটনা ঘটে।

সালমা ওই এলাকার মোহাম্মদ হোসেন লিটনের স্ত্রী। তার স্বামী মাটিরাঙ্গার পূর্ব খেদাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী সকালে স্কুলে চলে যাওয়ার পর বাড়ির রান্না ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সামলা। মায়ের ঝুলন্ত মরদেহ দেখে সন্তানদের চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মিল্টন ত্রিপুরা তাকে মৃত ঘোষণা করেন।

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মিল্টন ত্রিপুরা বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সালমার স্বামী মোহাম্মদ হোসেন লিটন বলেন, একমাস আগে আমার স্ত্রী তৃতীয় কন্যা সন্তানের মা হয়েছে। তৃতীয় কন্যা সন্তান হওয়ার বিষয়টি জানার পর থেকেই আমার স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়ে। এজন্য তার চিকিৎসাও চলছিল।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।