ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
 যে কারণে দুর্ঘটনা-
Published : Monday, 30 August, 2021 at 12:00 AM, Update: 30.08.2021 1:19:25 AM
 যে কারণে দুর্ঘটনা-মাসুদ আলম।।
কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে পিকআপ ভ্যানের চালক ও হেলপারের ভুলের কারণেই ট্রেনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। লেভেল ক্রসিংয়ের বেরিয়ার উঠিয়ে পার হওয়ার সময় বিকল হয়ে পড়ে পিকআপ ভ্যানটি। গাড়িতে অতিরিক্ত সবজি বোঝাই ছিলো। পরে চট্টগ্রামগামী দ্রুত গতির মহানগর এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়া পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। লাইনচ্যুত হয় ট্রেনের একটি বগি। এতে বন্ধ হয়ে পড়ে ঢাকা ও সিলেট রোডের রেল যোগাযোগ। পরে দীর্ঘ প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রোডে রেল যোগাযোগ স্বাভাবিক হলেও ৯টা ১৫ মিনিটে বিজয় এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেল স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দ্যেশে ছেড় যায়।    
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস কুমিল্লা রেল স্টেশন অতিক্রম করলে গেটকিপার লেভেল ক্রসিংয়ে বেরিয়ার দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। সড়কের পূর্ব পাশের বেরিয়ার ফেলে গেটকিপার পশ্চিম পাশের বেরিয়ার ফেলতে যায়। এ ফাঁকে দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানের হেলপার বেরিয়ার উঠিয়ে দিলে অতিরিক্ত সবজি বোঝাই গাড়ি নিয়ে চালক রেললাইনের মাঝে আটকা পড়ে। পরে বিকল হয়ে পড়া পিকআপ ভ্যানের সঙ্গে দ্রুত গতিতে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে ঢাকা ও সিলেট রোডে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। পরে দীর্ঘ শনিবার দিবাগত রাত ২টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত প্রায় ৭ ঘন্টা পর ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রোডে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
তিনি আরও জানান, এই ঘটনায় চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাসকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন প্রকাশ হলে দুর্ঘটনায় কার অবহেলা ছিলো তা বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ২টায় কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে পিকআপ ভ্যানের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনায় ঘটে। এতে ট্রেনের বগি লাইনচ্যুত হয়। পরে জেলা রেলপথ কর্তৃপক্ষ উদ্ধার কাজ পরিচালনা করে ৭ ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক করে।