ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এমন তুলনা ঘৃণা করেন ডোমিঙ্গো
Published : Monday, 30 August, 2021 at 8:56 PM
এমন তুলনা ঘৃণা করেন ডোমিঙ্গোসমালোচকরা বারবার টাইগারদের সাফল্যের গায়ে কালো চিহ্ন এঁটে দিতে চাচ্ছেন। তারা বলছেন- এমনিতেই দলে ছিলেন না স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্সের মত নামি ও বড় তারকারা। তারওপর খেলা হয়েছে স্লো ও লো পিচে। শেরে বাংলায় অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে নাকাল করা নিয়ে এত বাহাদুরির কী আছে?

কিন্তু এর বিপরীতে কিছু নির্জলা সত্যও আছে। বাংলাদেশও কিন্তু তিন ব্যাটিং স্তম্ভ তামিম ইকবাল, মুশফিকুর রহিম আর লিটন দাস ছাড়া খেলেছে ওই সিরিজে। আর ঘরের মাঠে অনুকূল কন্ডিশন তথা নিজেদের উপযোগী উইকেটে খেলে না কে? সব দেশই হোম কন্ডিশনের সুবিধা নেয়। তাতে দোষের কী আছে?

দেশের মাটিতে অনুকূল উইকেটের ফায়দা নিতে পারাও তো একটা কৃতিত্ব। মাহমুদউল্লাহ রিয়াদের দল সে কৃতিত্ব দাবি করতেই পারে। অনেকেরই মত, সব কিছু মিলে অসিদের সাথে ওই ৪-১‘এ সিরিজ জয় অনেক বড় সাফল্য।

তবে বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গো শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে একচেটিয়া সিরিজ জয়কেই বড় করে দেখতে নারাজ। তার চোখে, কোনো সিরিজ জয়ই ছোট অর্জন নয়।

আজ স্থানীয় মিডিয়ার সাথে ভার্চুয়াল কনফারেন্সে ডোমিঙ্গো বলেন, ‘যে কোনো সিরিজ জয়ই বড়। আমি মনে করি শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ ওভারের ফরম্যাটে জয়টাও অনেক বড় অর্জন ছিল। একইভাবে জিম্বাবুয়ে সফরে তিন ফরম্যাটে সিরিজ জয়টাও। আমি কোনো সিরিজের চেয়ে আরেক সিরিজকে এগিয়ে রাখতে চাই না। আমি এটা ঘৃণা করি। দলের জন্য সব সিরিজ জয়ই স্পেশাল। প্রতিটি জয়েই সমান উৎসব করা উচিত, সমান বাহ্বা দেয়া উচিত।’

নির্দিষ্ট একটা দলকে আলাদা গুরুত্ব দেয়ার ব্যাপারটিতে আপত্তি টাইগার কোচের। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা কিংবা জিম্বাবুয়ে-সবার সাথে জয়ই বড় ঘটনা। কোনো জয়কেই সেই সব সাফল্যর চেয়ে বড় করে দেখতে চাই না। নির্দিষ্ট কোনো দলকে হারানোর আলাদা মূল্য দিতে চাই না।’