ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রবের্তো-ডিপাইয়ের গোলে বার্সেলোনার হাসি
Published : Tuesday, 31 August, 2021 at 12:00 AM
ম্যাচের শুরুতে বার্সেলোনা এগিয়ে যায়। আগে গোল করে বড় ব্যবধানে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তোলে। প্রতিপ গেতাফে অবশ্য সেই সুযোগ দেয়নি। একপর্যায়ে ম্যাচে সমতায় ফেরে দলটি। কিন্তু কাতালানরা হতোদ্যম না হয়ে প্রথমার্ধেই জয়সূচক গোলটি আদায় করে নেয়। তাতেই ২-১ গোলে ম্যাচ জিতে মাঠ ছেড়েছে বার্সেলোনা।
আগের ম্যাচে আতলেতিক বিলবাওয়ের সঙ্গে ড্র করেছিল রোনাল্ড কোম্যানের দল। লা লিগায় তৃতীয় ম্যাচে আবারও জয় পেলো।বার্সেলোনা তিন ম্যাচে দুটিতে জয় ও একটিতে ড্র করেছে। গেতাফে টানা তিন ম্যাচে হার দেখলো। নিজেদের মাঠে বল দখলে অনেকটাই এগিয়ে বার্সেলোনা। তবে পাল্টা-পাল্টি আক্রমণে ম্যাচ জমে ওঠে। যদি ২ মিনিটে এগিয়েও যায় কাতালানরা। আলবার নিচু ক্রস থেকে ব্রেথওয়েট পা ছোঁয়াতে পারেননি, একটু পিছন থেকে রবের্তো দৌড়ে এসে দারুণ শটে গোল করে দলকে এগিয়ে নেননি। ১৯ মিনিটে গেতাফে ম্যাচে সমতা নিয়ে আসে। বার্সেলোনার ডিফেন্ডাররা বল কিয়ার করতে ব্যর্থ হন। সেই সুযোগে আলেনার সঙ্গে ওয়ান টু ওয়ান করে সান্দ্রো ম্যাচে সমতা নিয়ে আসেন।
গোল ব্যবধান বাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে বার্সা। ৩০ মিনিটে সফলও হয়। ডি ইয়ংয়েরর পাসে মেমিফিস ডিপাই বা প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দুই ডিফেন্ডারে মাঝ দিয়ে নিখুঁত শটে জাল কাঁপান। ৪২ মিনিটে গেতাফের আরও একটি প্রচেষ্টা নস্যাৎ করে দিয়ে দলকে ম্যাচে রাখেন গোলকিপার তের স্টেগেন। বিরতির পর কোনও দলই ল্যভেদ করতে পারেনি। শুরুতে গেতাফে সুযোগ পেয়েও সমতা আনতে পারেনি।
৫০ মিনিটে জান্কোর জোরালো শট গোলকিপার তের স্টেগেন ঝাঁপিয়ে পড়ে রুখে দেন। তবে এই অর্ধে বার্সেলোনা একাধিক সুযোগ পেয়েও গোল ব্যবধান বাড়াতে পারেনি। ৮৫ মিনিটে ভালো সুযোগটি নষ্ট হয়। দেস্তের ক্রস থেকে ডিপাইয়ের অ্যাক্রোবেটিক ভলি ক্রসবারের ওপর দিয়ে যায়। শেষ পর্যন্ত প্রথমার্ধের দুই গোল নিয়েই শেষ হাসি হেসেছে বার্সেলোনা।