‘১ সেপ্টেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় সাঁড়াশি অভিযান’
Published : Tuesday, 31 August, 2021 at 12:00 AM
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক, অবৈধ মোটরসাইকেল ও অস্ত্রসহ অপরাধীদের বিরুদ্ধে ১ সেপ্টেম্বর থেকে সাঁড়াশি অভিযান শুরু হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিছুর রহমান। সোমবার (৩০ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সম্মেলন কক্ষে ডিজিটাল অ্যাপস সম্পর্কিত এক প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পুলিশ সুপার বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের দাফতরিক কার্যক্রম এখন ডিজিটাল অ্যাপসের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। এতে পুলিশের কাজে গতি ফিরেছে। কোনও পুলিশ সদস্য কাজে ফাঁকি দিচ্ছেন কি-না সেটি সহজে দেখা যাবে। মামলা সংক্রান্ত চাপ অনেকাংশে কমে এসেছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অপরাধী যে হোক না কেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ১ সেপ্টেম্বর থেকে মাদক, চোরাকারবারি, কিশোর অপরাধ এবং অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হবে। পাশাপাশি যারা মোটরসাইকেলে প্রেস লাগিয়ে নানা অপরাধমূলক কর্মকা- করে আসছেন তাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে।’
এ সময় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদরদফতর) মো. আবু সাঈদ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।