লালমাইয়ে শুভ জন্মাষ্টমী উদযাপন
Published : Tuesday, 31 August, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাইয়ের সকল মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি সোমবার (৩০ আগস্ট) উদযাপন করা হয়। শাস্ত্রমতে, দ্বাপর যুগের সন্ধিক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে।
তার জন্মতিথিকে জন্মাষ্টমী হিসেবে উদযাপন করা হয়।
তবে করোনা মহামারির কারণে এ বছর সমাবেশ, শোভাযাত্রা, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ কোনো আয়োজনই ছিলো না।
স্বাস্থ্যবিধি মেনে মন্দির প্রাঙ্গণেই সীমাবদ্ধ থাকবে পূজা-আর্চনাসহ সব আয়োজন।
হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে, পাঁচ হাজার বছর আগে পাশবিক শক্তি যখন ন্যায়, নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয় তখন সেই অশুভ শক্তিকে দমন করে কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অবতার হিসেবে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।
দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য যুগে যুগে ভগবান মানুষের মধ্যে অবতীর্ণ হন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।
হিন্দু পঞ্জিকা মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয়।
জন্মাষ্টমী উপলক্ষে উপজেলার বাগমারা বিশ্বাম্ভর গোসাই আশ্রম মন্দিরে আসেন লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইউব। তিনি পূজা উদযাপন পরিষদ লালমাইয়ের সভাপতি অমর কৃষ্ণ বণিক থেকে বিভিন্ন মন্দিরের খোঁজ খবর নেন। এসময় আরও উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ লালমাই এর যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস দাস।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রদীপ মজুমদার বলেন স্বাস্থ্য বিধি মেনে উপজেলার সকল মন্দিরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী। আগামীকাল মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হবে।