দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার মধ্যকার চলতি ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলছেন দুই দলের ওপেনাররা।
ওপেনার আভিশকা ফার্নান্দোর সেঞ্চুরিতে ৩০০ রানের টার্গেট দিয়ে প্রথম ম্যাচ নিজেদের করে নিয়েছিল শ্রীলংকা।
এবার ওপেনার জানেমান মালানের দারুণ এক সেঞ্চুরিতে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালো দক্ষিণ আফ্রিকা।
শনিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্বাগতিক শ্রীলংকাকে ৬৭ রানের ব্যবধানে হারিয়েছে প্রোটিয়ারা।
এদিন ১৩৫ বলে ৯ বাউন্ডারি আর ১ ছক্কায় ১২১ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন জানেমান। তাতে নির্ধারিত ৪৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৩ রান করে দক্ষিণ আফ্রিকা।
মাত্র ৯ ওয়ানডে খেলেই তিনটি সেঞ্চুরির দেখা পেলেন জানেমান। দুটি হাফসেঞ্চুরিও রয়েছে তার।
২৮৪ রানের বড় লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমেই ব্যর্থ হয় স্বাগতিকদের টপঅর্ডার। পেসার রাবাদা আর স্পিনার শামসির তোপে মাত্র ১৯ রানেই সাজঘরে ফিরে যান তিন ব্যাটসম্যান।
সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলংকা। তবে পাঁচ নম্বরে নামা চারিথ আসালাঙ্কার ৬৯ বলে ৭৭ রানের ইনিংস শুধু পরাজয়ের ব্যবধান কমিয়েছে। এছাড়া দাসুন শানাকা ৩০ ও চামিকা ৩৬ রান ছিল লংকান সমর্থকদের জন্য উপহার।
৩৬.৪ ওভারে ১৯৭ রানেই গুড়িয়ে যায় শ্রীলংকার ইনিংস।
৪৯ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর বোলার তাবরাইজ শামসি। ওয়ানডেতে এটিই তার সেরা বোলিং। এছাড়া কাগিসো রাবাদার শিকার ২ উইকেট।