বাংলাদেশের হয়ে দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে মাহমুদুল্লাহ রিয়াদ। দেশের জার্সিতে প্রথম এবং বিশ্ব ক্রিকেটে অষ্টম ক্রিকেটার হিসেবে একশতম টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন এই টাইগার অল-রাউন্ডার।
কিউইদের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচটা মাহমুদুল্লাহ রিয়াদের শততম ম্যাচ। তাই স্বাভাবিক ভাবেই এই ম্যাচটা স্মরণীয় করে আখতে চাইবেন তিনি। তবে রিয়াদ বলছেন আলাদা কোনও পরিকল্পনা নেই।
তিনি বলেন, “আলাদা কোনো পরিকল্পনা নেই। সবসময় যেটা করার চেষ্টা করি, দলের জন্য খেলা, দলের জন্য ভালো খেলা, নিজের ১০০তম ম্যাচ সেটাই করার চেষ্টা করব।”
বাংলাদেশের হয়ে মাহমুদুল্লাহ রিয়াদের পর রয়েছেন মুশফিকুর রহিম। দেশের হয়ে এই টাইগার ব্যাটসম্যান খেলেছেন ৮৮টি ম্যাচ।
মাহমুদউল্লাহ সামনে থেকে নেতৃত্বও দিচ্ছেন দলকে