ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে নানান আয়োজনে উৎসবমূখর পরিবেশে শিক্ষার্থীদের বরণ
মো. হাবিবুর রহমান
Published : Sunday, 12 September, 2021 at 6:37 PM
মুরাদনগরে নানান আয়োজনে উৎসবমূখর পরিবেশে শিক্ষার্থীদের বরণ‘নিয়মিত মাস্ক পড়ি, স্বাস্থ্যবিধি মেনে চলি’ এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে সবুজায়ন পরিবেশে অবস্থিত কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে নানান আয়োজনে শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। কলেজের প্রবেশ পথে ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা নির্ণয়, বাধ্যতামূলক মাস্ক পরিধান, হ্যান্ড সেনিটাইজার ও সামাজিক দূরত্ব বজায় রেখে সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে মাস্ক বিতরণ করা হয়। 
রোববার সকালে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ গভর্নিং বডির সভাপতি অভিষেক দাশ। কলেজ অধ্যক্ষ মো: সাদেকুল ইসলামের সভাপতিত্বে ও বাংলা প্রভাষক ড. মনিরুজ্জামানের উপস্থাপনায় বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির সদস্য খলিলুর রহমান, সহকারী অধ্যাপক খোরশেদ আলম সরকার, কলেজ ছাত্র শফিউদ্দিন। 
  অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ শাকির ও গীতা পাঠ করেন কলেজের সিনিয়র প্রভাষক রেখা রানী মোড়ল। অন্যান্যের মধ্যে কলেজ গভর্নিং বডির সদস্য হেলাল উদ্দিন চৌধুরী ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমানসহ কলেজের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। 
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ গভর্নিং বডির সভাপতি অভিষেক দাশ বলেন, কোভিড-১৯ চলাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষা কার্যক্রম ও পাঠদান বন্ধ হয়নি। সারা দেশের মতো এ প্রতিষ্ঠানটিও অনলাইনের মাধ্যমে রুটিন অনুযায়ী নিয়মিত ক্লাশ পরিচালনা করা হয়। শিক্ষার্থীরা নিয়মিত মাস্ক পরিধান করে আসলে, হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করলে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাশ করলে আমরা আশা করি বর্তমান ধারাবাহিকতায় আমরা শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবো।