দেবিদ্বারে শিক্ষার্থীদের মাঝে ওসির সচেতনতামূলক প্রচারণা
শাহীন আলম
Published : Sunday, 12 September, 2021 at 6:54 PM
কুমিল্লার দেবিদ্বারে স্কুল শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন ওসি মো. আরিফুর রহমান। রোববার দুপুরে উপজেলার মফিজ উদ্দিন আহমেদ বালিকা উচ্চ বিদ্যালয় ও রেয়াজউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে করোনাকালীন সময়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, প্রায় দেড় বছর পর স্কুল খুলেছে। সরকারী বিধি নিষেধ মেনে সকল শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হবে। কিশোর গ্যাং, বাল্য বিয়ে, ইভটিজিং, মাদক, যৌতুক নির্যাতনসহ সামাজিক অপরাধ নির্মূলে তোমরা সরাসরি আমার নম্বরে যোগাযোগ করবে। তোমাদেরকে বড় হতে হবে। তোমরা আজকে ছাত্র একদিন এ দেশের হাল ধরবে, তোমাদেরকে এখন থেকেই সেভাবে গড়ে উঠতে হবে। পাবজি, ফ্রি ফায়ারসহ নিষিদ্ধ সব খেলা বর্জন করতে হবে। রাতে আড্ডা দেয়া থেকে বিরত থাকতে হবে। তোমাদের এখন থেকে স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হবে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। স্কুলে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধোয়া ব্যবস্থা রাখা হয়েছে তোমরা নিয়ম মেনে এসব পালন করবে। এসময় উপস্থিত ছিলেন, এসআই মো. নাজমুল হাসান, রেয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জাহাঙ্গীর আলম, মফিজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান।