ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আলী আশ্রাফের সমাধিতে  শ্রদ্ধাঞ্জলি দিয়ে মাঠে নামলেন ডা. প্রান গোপল 
Published : Monday, 13 September, 2021 at 12:00 AM, Update: 13.09.2021 1:56:28 AM
আলী আশ্রাফের সমাধিতে  শ্রদ্ধাঞ্জলি দিয়ে মাঠে নামলেন ডা. প্রান গোপল  রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লা-৭ চান্দিনা আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নিজ নির্বাচনী এলাকায় আসেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় নিজ নির্বাচনী এলাকায় পৌঁছে প্রথমেই ছুটে যান সদ্য প্রয়াত সাংসদ সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এর পারিবারিক কবরস্থানে। সেখানে গিয়ে নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রয়াত সাংসদের কবরে পুষ্পার্ঘ অর্পণ করেন তিনি।
তাঁর সাথে থাকা দলীয় নেতা-কর্মীরা দোয়া মোনাজাত করেন। এসময় হাত করজোড়ে মহান সৃষ্টিকর্তার কাছে মরহুম অধ্যাপক মো. আলী আশরাফ এর বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করতে দেখা যায় স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রখ্যাত চিকিৎসক ড. প্রাণ গোপাল দত্তকে।
পরে তিনি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগের ত্যাগী নেতা-কর্মীদের বাড়িতে গিয়ে সৌজন্য স্বাক্ষাৎ করে দোয়া প্রার্থনা করেন। এসময় অধ্যাপক প্রাণ গোপাল দত্তের সমর্থিত নেতা-কর্মীদের আনন্দ মিছিল করতে দেখা যায়।
সোমবার (১৩ সেপ্টেম্বর) প্রথমবারের মতো কুমিল্লা-৭ আসনের প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সকল নেতা-কর্মীদের সাথে নিয়ে নির্বাচনী মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানান কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
প্রসঙ্গত, গত ৩০ জুলাই এ আসন থেকে পাঁচবার নির্বাচিত সাংসদ সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এর মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণের দিন ধার্য্য করে ২ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।