ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রামেকের করোনা ইউনিটে আরও ৬ জনের মৃত্যু
Published : Monday, 13 September, 2021 at 11:56 AM
রামেকের করোনা ইউনিটে আরও ৬ জনের মৃত্যুরাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় দুই ও উপসর্গে চারজন মারা যান। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি জানান, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর দুই, নাটোরের তিন ও নওগাঁর একজন। করোনা ইউনিটে আরও নয় জন ভর্তি হয়েছেন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২০ জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১২৯ জন। তাদের মধ্যে আইসিইউতে ১২ জন।

শামীম ইয়াজদানী আরও জানান, করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৪৭ জন করোনায় আক্রান্ত। উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৫৫ জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনা নেগেটিভ হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ২৭ জন।

রামেক পরিচালক জানান, রবিবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৩০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ২৫ জনের। শনাক্তের হার ৮ দশমিক শূন্য ৯ শতাংশ। এর আগের দিন শনিবার ছিল ৫ দশমিক ৭৮ শতাংশ।