ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেলো দুই যুবকের
Published : Monday, 13 September, 2021 at 1:49 PM
অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেলো দুই যুবকেরহবিগঞ্জে মাধবপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. সুজন মিয়া (৩০) ও সাহেদ মিয়া (৪০) নামে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৬টার দিকে উপজেলার সুশান সিএনজি স্টেশনের বিপরীতে অটোরিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন মিয়া আন্দিউরা ইউনিয়নের বাড়াচান্দুরা গ্রামে সাদেক মিয়া ছেলে এবং ওই গ্যারেজের মালিক। আর সাহেদ মিয়া বুল্লা ইউনিয়নের চানখাবুল্লা গ্রামে মৃত কালা মিয়া ছেলে। তিনি অটোরিকশা চালাতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে প্রতিদিনের মতো চার্জে দেওয়া অটোরিকশা গ্যারেজ থেকে বের করার সময় সাহেদ মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। সাহেদ মিয়াকে বাঁচাতে গিয়ে সুজন মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হযন। এসময় বাবুল নামে একজন দ্রুত মেইন সুইচ বন্ধ করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।