তিতাসে এডুকেশন প্রোগ্রামের অবহিতকরণ কর্মশালা
Published : Tuesday, 14 September, 2021 at 12:00 AM
তিতাস প্রতিনিধি ঃ
তিতাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রাথমিক শিক্ষা উন্নয়ন (পিইডিপি-৪) এর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়ন শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিদ্যাকয় বহির্ভূত (ঝরে পড়া এবং ভর্তি না হওয়া)৮-১৪ বছরের শিশুদেরকে প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য দ্বিতীয় বার সুযোগ দেয়া এবং আনুষ্ঠানিক শিক্ষার মূলধারায় নিয়ে আসার লক্ষে গতকাল সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও ব্র্যাক শিক্ষা কর্মসূচির আয়োজনে তিতাস উপজেলা পরিষদ মিলনায়তনে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউইনও) এ টি এম মোর্শেদের সভাপতিত্বে কর্মশালার মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (আরএমও) আশুতোষ চক্রবর্তীর। দিনব্যাপি কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান, শিক্ষা কর্মকর্তা শরিফ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারা চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা মো.সেতারুজ্জামান ও উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আব্দুল জলিলসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।