২০ কেজির বাঘাইড় বিক্রি হলো ১৫ হাজারে
Published : Tuesday, 14 September, 2021 at 12:00 AM
কিশোরগঞ্জের ভৈরবে নৈশকালীন মৎস্য আড়তে ২০ কেজি ওজনের একটি বাঘাইড় ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জ জেলার আজমেরিগঞ্জের পাহাড়পুর এলাকা থেকে মাছটি বিক্রির জন্য ভৈরবের পুলতাকান্দা মৎস্য আড়তে নিয়ে আসেন পাইকাররা। পরে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হয়।
জানা যায়, মৎস্য আড়তে আনা হলে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি দেখতে ভিড় করেন অনেকে। পরে মৎস্য আড়ত থেকে মাছটি কিনে নেন স্থানীয় মাছ বিক্রেতা মো. ফারুক মিয়া। কিন্তু মাছ বাজারে এই বিশাল আকারের মাছটি বিক্রির জন্য একক কোনো গ্রাহক পাওয়া যায়নি। মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হয়। প্রতি কেজির দাম ধরা হয় ৭৫০ টাকা। সে অনুযায়ী পুরো মাছটি বিক্রি হয় ১৫ হাজার টাকায়।
মাছ বিক্রেতা মো. ফারুক জানান, মেঘনা নদীতে ধরা পড়া বড় আকৃতির মাছগুলো প্রায়ই ভৈরবের মৎস্য আড়তে বিক্রির জন্য নিয়ে আসা হয়। কয়েক মাস আগেও এই বাজারে ২৬ কেজি ওজনের একটি বাঘাইড় আসে। কিন্তু এবার বাজারে আসা ২০ কেজি ওজনের বাঘাইড় মাছটি বিক্রির জন্য একক ক্রেতা পাওয়া যায়নি। তাই মাছটি কেজি দরে স্থানীয় ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। এছাড়া মাছটির মাথা ও লেজ আলাদাভাবে বিক্রি করা হয়েছে। সব মিলিয়ে ১৫ হাজার টাকায় মাছটি বিক্রি হয়েছে বলে জানান তিনি।
পাইকারি মাছ বিক্রেতা ও নৌকার মাঝি আলমাছ মিয়া বলেন, ‘মেঘনা নদীতে প্রায়ই বিভিন্ন ধরনের বড় মাছ জেলেদের জালে ধরা পড়ে। সেসব মাছ জেলেদের কাছ থেকে কিনে ভৈরবের মৎস্য আড়তে নিয়ে আসি। আজকের বাঘাইড় মাছটি জেলের কাছ থেকে কিনে বাজারে বিক্রির জন্য নিয়ে আসছি।’
স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিক মিলাদ হোসেন অপু বলেন, ‘পুলতাকান্দা মাছ বাজারে বিশাল আকৃতির মাছ এসেছে খবর পেয়ে ছুটে যাই সেখানে। বিশাল আকৃতির মাছটি দেখে মনটা ভরে গেলো। আমি নিজের জন্যও এক ভাগ মাছ কিনেছি। বড় মাছের স্বাদই অন্যরকম।’