Published : Tuesday, 14 September, 2021 at 12:00 AM, Update: 14.09.2021 2:01:45 AM
মাসুদ আলম।।
স্কুল-কলেজের একদিন পর সোমবার মেডিক্যাল কলেজ, ডেন্টাল ও নার্সিংসহ সব চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান সশরীরে খুলে দেওয়া হয়েছে। করোনায় বন্ধ থাকার পর দীর্ঘ দেড় বছর পর প্রিয় কলেজের প্রাঙ্গণে ফিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) ক্যাম্পাসে শিক্ষার্থীদের পদচারণায় ফিরেছে প্রাণচাঞ্চল্য। চারদিকে আমেজ আমেজ ভাব। শিক্ষার্থীরা ফিরতে শুরু করেছে স্ব স্ব হলে। নিরবতা ভেঙ্গেছে শ্রেণিকক্ষে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) মেডিক্যাল কলেজ খোলার প্রথম দিন শিক্ষার্থীদের ক্লাস না হলেও সশরীরে প্রথম ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়েছে। মঙ্গলবার শিক্ষার্থীদের নিয়ে ওরিন্টেশন ক্লাসের আয়োজন করেছে কুমেক। ওরিন্টেশন ক্লাসে স্বাস্থ্যবিধির নানা দিক নির্দেশনার পর সশরীরে ক্লাস নেওয়া শুরু হবে।
কুমেক শেষ বর্ষের শিক্ষার্থী সালমা জাহান তন্নী বলেন, চলতি বছরের নভেম্বরে ফাইনাল বর্ষের পরীক্ষা হওয়ার কথা ছিলো। কিন্তু করোনা ভাইরাসের কারণে পরীক্ষাটি সময় মতো হচ্ছে না। যার কারণে এক বছর পিছিয়ে পড়েছি আমরা। তবুও ভালো লাগছে আবারও ক্যাম্পাসে বন্ধুদের দেখা পেয়ে। করোনায় ক্যাম্পাস বন্ধ থাকায় ভার্চুয়ালি ক্লাস করেছি। কিন্তু সশরীরে ক্লাস করার মতো মজা পাওয়া যায়নি।
দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, খুব আনন্দ লাগছে। বন্ধুদের সঙ্গে কৌশল বিনিময় করেছি দীর্ঘদিন পর দেখা হওয়ায়। করোনায় ১৮ মাস বন্ধ থাকার পর সশরীরে ক্লাস শুরু হয়েছে। আমাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছে। তারপরও অন্যান্য বর্ষের সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের একই সাথে ক্যাম্পাসে দেখে আনন্দ লাগছে। যেন বহুদিন পর কলেজের প্রাণ ফিরেছে।
কুমিল্লা মেডিক্যাল কলেজে (কুমেক) অধ্যক্ষ মোস্তফা কামাল আজাদ বলেন, ছাত্রছাত্রীদের মধ্যে উচ্ছ্বাসের আমেজ দেখা গেছে। মেডিকেল কলেজে প্রথম দিনে শিক্ষক-শিক্ষার্থীদের প্রায় শতভাগ উপস্থিতি দেখা গেছে। সেখানে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। এরই মধ্যে আবাসিক হলে উঠেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার ওরিন্টেশন ক্লাস রয়েছে। সেখানে শিক্ষাথীদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে নানা দিক নির্দেশনা দেওয়া হবে। এরপরই সশরীরে শিক্ষার্থীদের ক্লাস আরম্ভ হবে।