ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় সংক্রমণ হার নামলো ৫ শতাংশের নিচে
Published : Tuesday, 14 September, 2021 at 12:00 AM, Update: 14.09.2021 2:02:15 AM
কুমিল্লায় সংক্রমণ হার নামলো ৫ শতাংশের নিচেতানভীর দিপু: কুমিল্লায় করোনা সংক্রমণ শনাক্তের হার ৫ শতাংশের নিচে নেমে এসেছে। গত ২৪ ঘন্টায় কুমিল্লায় করোনা শনাক্তের হার ছিলো ৪ দশমিক ৫ শতাংশ। গত দেড় বছরের মধ্যে এটিই একদিনে সর্বনিম্ন সংক্রমণ হার। সম্প্রতি করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টার সংক্রমণে কুমিল্লায় একদিনে ৫০ শতাংশের কাছাকাছি সংক্রমণ হার বৃদ্ধি পায়। সংক্রমণের পাশাপাশি বাড়তে থাকে মৃত্যুর হারও। একই সময়ে করোনার আগ্রাসণে হাসপাতালে শয্যা সংকটসহ অক্সিজেনের চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। তবে গত আগষ্টের মাঝামাঝি সময়ে এসে সংক্রমণ হার নামতে থাকে নিচের দিকে। কমে আসে সংক্রমিত মানুষের সংখ্যা। গত জুন-জুলাই মাসে যে বিপুল পরিমান মানুষ আক্রান্ত হন তারাই ধীরে ধীরে সুস্থ হতে থাকেন। এছাড়া লকডাউন আর প্রশাসনের কঠোর তৎপরতায় স্বাস্থ্যবিধি মানায় সংক্রমণ হার কমে আসে ধীরে ধীরে।
এদিকে, নতুন করে কুমিল্লায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭ জন। সুস্থ হয়েছেন  আরো ২৯১ জন। গত ২৪ ঘন্টায় কেউ ই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেনি। কুমিল্লা জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৬৯৫ জন এবং সুস্থ হবার সংখ্যা ৩৪ হাজার। জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৯৩৩ জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।  
জেলা স্বাস্থ্যবিভাগের মতে, দীর্ঘ সময় ধরে করোনা সংক্রমণের হার উর্দ্ধমুখী থাকায় একটি নির্ধারিত এলাকার মানুষ অনেকেই আক্রান্ত হয়ে আবার সুস্থ হয়ে গেছেন- যে কারনে করোনা সংক্রমণ হার কমে এসেছে। এছাড়া লকডাউন ও প্রশাসনিক তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা বেড়েছে যে কারণে সংক্রমণ হারে নিম্নগতি। তবে যদি স্বাস্থ্যবিধি না মানা হয় বা অনেকেই আবার অসচেত হয়ে চলাফেরা শুরু করেন - তবে আবারো বাড়তে পারে সংক্রমণ হার।