ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জাতীয় লিগ দিয়েই পাকিস্তান সিরিজের প্রস্তুতি
Published : Thursday, 16 September, 2021 at 12:00 AM
টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুমে বাংলাদেশ ১২ টেস্ট খেলার সুযোগ পাবে। যার শুরুটা হচ্ছে পাকিস্তান সিরিজ দিয়ে। আগামী নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশ সফরে দুটি টেস্ট খেলবে পাকিস্তান। আর এই টেস্ট সিরিজ দিয়েই বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুমে ঢুকে যাবে। তাই আসন্ন মৌসুমে ভালো শুরুর দিকে তাকিয়ে মুমিনুলরা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসর ভালো যায়নি বাংলাদেশের। শেষ করেছে তলানিতে থেকে। এর কারণও ছিল। করোনার কারণে বেশ কিছু সিরিজ বাতিল হয়েছে। প্রথম আসরে ৭ টেস্ট খেলে একটি ড্র থেকে প্রাপ্তি ছিল মাত্র ২০ পয়েন্ট। তাই সামনের আসরটি যাতে ভালো হয়, সেজন্য জাতীয় লিগ দিয়ে মুমিনুল, সাদমান, সাইফ হাসানদের প্রস্তুতির সুযোগ করে দিতে চাইছে বিসিবি।
মূলত অক্টোবরে মাঝামাঝি জাতীয় ক্রিকেট লিগ শুরুর পরিকল্পনা। যার সম্ভাব্য সব প্রস্তুতিও নিয়ে রাখছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। লিগ আয়োজন নিয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে টেস্ট শুরুর আগে ক্রিকেটাররা ভালো প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে। আমরা আগামী অক্টোবরে জাতীয় লিগ শুরু করতে যাচ্ছি। জাতীয় দলের ক্রিকেটাররা অন্তত চার রাউন্ড খেলার সুযোগ পাবে। সেটি পেলেই ভালো প্রস্তুতি হয়ে যাবে।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে ভালো করবে বলে বিশ্বাস নান্নুর, ‘অবশ্যই টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে আমরা ভালো করতে পারিনি। আশা করি, এবার আমাদের ভালো হবে। ছেলেরা নতুন করে টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো করতে মুখিয়ে আছে। জাতীয় লিগ দিয়ে সেরা প্রস্তুতি নিয়েই ক্রিকেটাররা মাঠে নামতে পারবে।’