কুমিল্লার চান্দিনায় পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও জাল টাকা সহ ৬জনকে আটক করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল থেকে রাত ১১টা পর্যন্ত পৃথক ৩টি অভিযানে ৭ কেজি গাঁজা ও ১৬টি ১ হাজার টাকার জাল নোট উদ্ধার করে থানা পুলিশ।
আটককৃতরা হলো- ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চন্ধখোলা গ্রামের মনিন্দ্র সরকারের ছেলে আশীষ সরকার আশিক (২৫), একই গ্রামের সুভাষ মন্ডলের ছেলে দীপ্ত মন্ডল তন্ময় (২৭), মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার, শিমপাড়া মল্লিক বাড়ির মৃত আলী আকবর এর ছেলে মো. সোহেল (২৫), চান্দিনার বল্লারচর গ্রামের মো. জসিম উদ্দিন এর ছেলে সোহাগ হোসেন (২৩)।
পটুয়াখালী জেলার সদর উপজেলার নিউ মার্কেট এলাকার রুস্তম মিয়ার ছেলে ইমরান মিয়া (২৮) ও নলছিটি উপজেলার হদোয়া গ্রামের নুরুজ্জামান এর ছেলে ইমাম হোসেন (৩২)।
জানাযায়, সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার গোবিন্দপুর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাসী করে আশিক ও তন্ময় নামের দুই যুবককে আটক করেন উপ-পরিদর্শক (এস.আই) জালাল উদ্দিন। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার রাত ১১টায় এস.আই জালাল উদ্দিন গোপন সংবাদের ভিত্তিত্বে চান্দিনা-মহিচাইল সড়কের কাশিমপুর গ্রামের একটি দোকানের সামনে থেকে ১৬টি ১ হাজার টাকার জাল নোটসহ ইমরান ও ইমাম নামে ২জনকে আটক করে।
রাত সাড়ে ১০টায় চান্দিনা উপজেলা সদরের ইসলামী ব্যাংক সংলগ্ন এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ সোহেল ও সোহাগ নামের দুই যুবককে আটক করেন চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) রাকিব হাসান।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, পৃথক ঘটনায় চান্দিনা থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে আসামীদের কারাগারে পাঠানো হয়েছে।