রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লা-৭
চান্দিনা সংসদীয় আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন চার প্রার্থী।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টা পর্যন্ত চার
প্রার্থীর মনোনয়ন জমা পড়ে নির্বাচনী রিটার্নিং অফিসার কার্যালয়ে।
তারা
হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক বঙ্গবন্ধু
শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী
লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত, জাতীয় পার্টি
কেন্দ্রীয় সহ-সভাপতি লুৎফর রেজা খোকন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি
(ন্যাপ) প্রার্থী মনিরুল ইসলাম ও একমাত্র স্বতন্ত্র প্রার্থী মাও. সালেহ
ছিদ্দিকী।
সোমবার দুপুর ১টায় কুমিল্লা জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা
কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. দুলাল তালুকদার এর হাতে মনোনয়নপত্র
তুলে দেন আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক প্রাণ গোপাল দত্ত।
এসময় উপস্থিত
ছিলেন- কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন
বাহার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সভাপতি মু. রুহুল আমিন, সদ্য প্রয়াত
সাংসদ অধ্যাপক মো. আলী আশরাফ এর ছেলে চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও
এফবিসিসিআই এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু, উপজেলা
আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি ও চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান
বীরমুক্তিযোদ্ধা তপন বকসী, সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদ
চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক
এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, কুমিল্লা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.
আমিনুল ইসলাম টুটুল, চান্দিনা পৌর মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, সাবেক মেয়র
মো. মফিজুল ইসলাম, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগ সদস্য
মুজিবুর রহমান, চান্দিনা উপজেলা কৃষকলীগ সভাপতি শাহ্ সেলিম প্রধান
চেয়ারম্যান, আইন বিষয়ক সম্পাদক এড. শাহজালাল মিঞা শিপন সহ জেলা ও উপজেলা
আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ ও সহযোগি সংগঠনের
নেতাকর্মীবৃন্দ।
বিকেলে একই কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টি
মনোনীত প্রার্থী লুৎফুর রেজা খোকন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি দক্ষিণ
জেলা আহবায়ক এ.আর. আহমেদ সেলিম, যুগ্ম আহবায়ক মোহন চেয়ারম্যান, যুগ্ম
আহবায়ক গোলাম বায়জিদ, চান্দিনা উপজেলা সাধারণ সম্পাদক ছাদেক পাঠান, কৃষক
পার্টি সভাপতি আব্দুল মালেক, যুব সংহতি সভাপতি আকতার মেম্বার, ওলামা পার্টি
সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন, তরুন পার্টি সভাপতি মো. আহসান।
আর
আগে ১২ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেন ন্যাপ প্রার্থী মনিরুল ইসলাম ও ১১
সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেন স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান
মাও. সালেহ ছিদ্দিকী।
রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা
মো. দুলাল তালুকদার জানান, শূন্য আসনের উপ-নির্বাচনে ৬ প্রার্থী মনোনয়নপত্র
নেন। মনোনয়নপত্র দাখিলের শেষদিন পর্যন্ত চার প্রার্থী তাদের মনোনয়নপত্র
জমা দিয়েছেন। আগামীকাল (১৪ সেপ্টেম্বর) যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।
৩০
জুলাই এই আসন থেকে পাঁচবার নির্বাচিত সাংসদ সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক
মো. আলী আশরাফের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণের দিন
ধার্য করে ২ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।