ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা-৭ উপ-নির্বাচন
প্রয়াত সাংসদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার ঘোষণা প্রাণ গোপালের
Published : Tuesday, 14 September, 2021 at 12:00 AM, Update: 14.09.2021 2:02:31 AM
প্রয়াত সাংসদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার ঘোষণা প্রাণ গোপালেররণবীর ঘোষ কিংকর।
সদ্য প্রয়াত সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এর অসমাপ্ত কাজ সমাপ্ত করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
সোমবার (১৩ সেপ্টেম্বর) কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিস কার্যালয়ে মনোনয়নপত্র জমা শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।
স্বাধীনতা পদক প্রাপ্ত প্রখ্যাত চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা প্রাণ গোপাল বলেন, কুমিল্লা-৭ আসনের সাংসদ অধ্যাপক মো. আলী আশরাফ ভাইয়ের মৃত্যুতে এ আসনটি শূণ্য ঘোষনা হয়েছে। আমি মরহুম আলী আশরাফ ভাইয়ের আত্মার সৎগতি কামনা করছি। ওই আসনে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি নির্বাচিত হওয়ার পর সর্ব প্রথম অধ্যাপক মো. আলী আশরাফ ভাইয়ের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো।
তিনি আরও জানান, আমি একজন চিকিৎসক ও শিক্ষক হিসেবে চান্দিনা তথা কুমিল্লা জেলা জুড়ে স্বাস্থ্য ও চিকিৎসা খাতে আমার সর্বোচ্চ অবদান রাখবো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. প্রাণ গোপাল জানান, চান্দিনায় কোন গ্রুপিং নেই। আমি সদ্য প্রয়াত সাংসদ অধ্যাপক মো. আলী আশরাফ ভাইয়ের ছেলে মুনতাকিম আশরাফ টিটু, উপজেলা পরিষদ চেয়ারম্যান তপন বক্সী, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়াসহ সকল নেতা-কর্মীদের সাথে নিয়েই মনোনয়নপত্র দাখিল করেছি। সকলে ঐকবদ্ধ আছে। তারা আমাকে সঠিক দিক নির্দেশনা ও সহযোগিতা করে সঠিক পথে পরিচালিত করবেন। সকলকে সাথে নিয়েই জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণের চেষ্টা করবো।
এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহারউপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি ও চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী, দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কুমিল্লা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, চান্দিনা পৌর মেয়র মো. শওকত হোসেন ভূইয়া প্রমুখ। এর আগে কুমিল্লা টাউন হল মিলনায়তনে নেতা-কর্মীদের নিয়ে আলোচনা সভা করেন তিনি।