ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় স্বাস্থ্যবিধি মেনে দ্বিতীয় দিনেও শিক্ষার্থীদের পদচারণায় মুখর শিক্ষাপ্রতিষ্ঠান
Published : Tuesday, 14 September, 2021 at 12:00 AM, Update: 14.09.2021 2:02:21 AM
কুমিল্লায় স্বাস্থ্যবিধি মেনে দ্বিতীয় দিনেও শিক্ষার্থীদের পদচারণায় মুখর শিক্ষাপ্রতিষ্ঠানমাসুদ আলম।।
করোনায় বন্ধ থাকায় দেড় বছর পর স্কুল-কলেজ খোলার দ্বিতীয় দিনেও শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিলো ক্যাম্পাস। উচ্ছ্বাসের কমতি নেই দীর্ঘদিন পর ক্লাসে ফেরা ঘরবন্দি থাকা শিক্ষার্থীদের মনে। করোনার সংক্রমণ কমে এলেও উদ্বেগ এখনও কাটেনি। তাই কুমিল্লার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালিত হয়েছে। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও শিক্ষার্থীরা যথারীতি মাস্ক পরে ক্যাম্পাসে প্রবেশ করেছেন। ক্লাসেও বাধ্যতামূলক মাস্ক পরতে হয়েছে শিক্ষার্থী এবং শিক্ষকদের। অভিভাবকদেরও ঢুকতে দেয়া হয়নি ক্যাম্পাসে। এই ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে চান শিক্ষকরা।  
এদিকে প্রায় ১৮ মাস পর গত রবিবার কুমিল্লাসহ সারাদেশে স্কুল-কলেজ খুলেছে। প্রথম দিনের মতো সোমবার দ্বিতীয় দিনেও স্বাস্থ্যবিধি রক্ষায় কড়াকড়ি ছিলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। বিশেষ করে শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি রক্ষায় কর্তৃপক্ষের নজরদারী ছিলো চোখে পড়ার মতো।
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সালমান আর রহমান। গতকাল স্কুলে আসতে পারেনি সে, আজই প্রথম দিন। তার বাবা মিজান বলেন, এখন পর্যন্ত সব ঠিক আছে। ছেলেকে স্বাস্থ্যবিধি মেনে স্কুলে নিয়ে এসেছি। বহুদিন পর সরাসরি ক্লাস করতে স্কুলে এসেছে সালমান। অনলাইনে ক্লাস করলো তাতো সরাসরি ক্লাসের সঙ্গে তুলনা করা যায় না। দীর্ঘদিন পর ক্লাসে আসতে পেরে সে অত্যন্ত খুশি।
কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষকা রাশেদা আক্তার জানান, শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে হলে স্বাস্থ্যবিধি রক্ষার কোন বিকল্প নেই। তারা শতভাগ স্বাস্থ্যবিধি রক্ষা করার চেষ্টা করছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী সপ্তাহের ৬দিন ৫, ১০ম ও এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস নেয়া হচ্ছে। অন্যান্য শ্রেণির ক্লাস নেয়া হচ্ছে সপ্তাহে একদিন করে।