ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভায় শিক্ষকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক
শিক্ষার্থীদের মানসিক ভাবে প্রস্তুত করুন
শাহীন আলম
Published : Tuesday, 14 September, 2021 at 5:55 PM
দেবিদ্বারে মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভায় শিক্ষকদের উদ্দেশ্যে জেলা প্রশাসককুমিল্লার দেবিদ্বারে কোভিট পরবর্তী সময়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো.কামরুল হাসান শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘ সময় স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনেকেই হয়তো মানসিকভাবে ভেঙে পড়তে পারে, তাদের মানসিকভাবে প্রস্তুত করুন। প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তান ভেবে তাদের মানুষ বানানোর চেষ্টা করুন। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক। সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাকিব হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, অ্যাডভোকেট নাজমা বেগম।  

সভায় প্রধান অতিথি আরও বলেন, এ দেশের ভবিষ্যত ছাত্রছাত্রীদের কাঁধে, তাদের উপযুক্ত করে গড়ে তোলার জন্য শিক্ষকদের নিরলস পরিশ্রম করতে হবে। প্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মান বাড়াতে হবে, স্বাস্থ্যবিধি মেনে সকলকে শ্রেণিকক্ষে প্রবেশ ও বের করাতে হবে। তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে, নৈতিক ও আদর্শিক শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষকদের নান্দনিক ও সাবলীল ভাষায় উপস্থাপন করতে হবে, শিক্ষামূলক নির্দেশনা, পাঠক্রম নির্ধারণ, সহপাঠে মনোযোগী করাতে হবে।