নগরীর তিন শিক্ষা প্রতিষ্ঠানে জেলা প্রশাসনের অনুদান
Published : Thursday, 16 September, 2021 at 12:00 AM
নিজস্ব
প্রতিবেদক: খেলাধুলা ও শিক্ষা সরঞ্জাম কেনার জন্য কুমিল্লা নগরীর বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তার অর্থ প্রদান করেছে কুমিল্লা জেলা
প্রশাসন। গতকাল বুধবার কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান
কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এবং কুমিল্লা
কালেক্টরেট স্কুল ও কলেজকে এই আর্থিক সহায়তা প্রদান করেন।
জেলাপ্রশাসন
সূত্রে জানা গেছে, ১২ সেপ্টেম্বর স্কুল খোলার পর থেকে জেলা প্রশাসক
মোহাম্মদ কামরুল হাসান কুমিল্লা বিভিন্ন স্কুল পরিদর্শন করেন। এসময় তিনি
শিক্ষার্থীদের কাছ থেকে তাদের প্রয়োজনীয়তার কথা জানতে চান। এরই প্রেক্ষিতে
কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজে ওয়াশরুমের উন্নয়ণ, কুমিল্লা জিলা স্কুলে
লাইব্রেরি ও বিজ্ঞান ক্লাবের জন্য বই ক্রয়, বিতর্ক পরিষদ ও প্রজেক্ট
ক্লাবের জন্য সরঞ্জামাদি ক্রয় এবং নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে
ছাত্রীদের জন্য বই ক্রয় ও খেলাধুলা সামগ্রী ক্রয়সহ অন্যান্য কাজের জন্য
প্রতি স্কুলে ১ লক্ষ টাকা করে সর্বোমোট ৩ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান
করেন।