Published : Friday, 17 September, 2021 at 12:00 AM, Update: 17.09.2021 12:31:39 AM
নিজস্ব প্রতিবেদক ।।
“ বেশি করে তালগাছ লাগাই, বজ্রপাতে প্রাণহানি কমাই ” - এই স্লোগানকে ধারণ করে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের উদ্যোগে প্রাকৃত্রিক দুর্যোগ ও বজ্রপাত ঠেকাতে প্রায় ১০ হাজার তালের বীজ রোপন কর্মসূচি হাতে নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ৫ নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদের সামনে তালের বীজ রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এড.মো. আমিনুল ইসলাম টুটুল।
৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট হোসনেয়ারা বকুল, আদর্শ সদর উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন, উক্ত ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান। অনুষ্ঠানে ৫নং পাঁচথুবী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিয়াউল ইসলাম জীবন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এড.মো. আমিনুল ইসলাম টুটুল বলেন, দেশে প্রতি বছর দুই শতাধিক মানুষ বজ্রপাতে মারা যাচ্ছে। যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। সম্প্রতি দেশে বজ্রপাতের ভয়াবহতা বিবেচনায় নিয়ে এটিকে জাতীয় দুর্যোগ হিসেবে গণ্য করছে সরকার। বজ্রপাত নিরোধে তাল গাছ রোপনে সুফল পেয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম। এ ছাড়াও তালের পাতা ঘর ছাওয়া, হাতপাখা, চাটাই ও মাদুর তৈরিতে ব্যবহৃত হয়। তালের ফল ও শাঁস পুষ্টিকর খাদ্য। তালের রস থেকে গুড়, পাটালি, মিছরি ইত্যাদি তৈরি হয়। সেজন্য এটি একটি গুরুত্বপূর্ণ গাছ। তাই তাল গাছ লাগাতে মানুষকে উদ্বৃক্ত করতে হবে।