দলের অন্তঃকলহের জেরে পদত্যাগ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। আজ শনিবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি।
পদত্যাগ করে অমরিন্দর সিং সাংবাদিকদের বলেন, তার পক্ষে এই অপমানজনক পরিস্থিতিতে দলে থাকা সম্ভব নয়। তিনি যে মুখ্যমন্ত্রিত্বের পাশাপাশি দলও ছাড়তে পারেন, সে ইঙ্গিতও দিয়ে রেখেছেন অমরিন্দর সিং।
জানা গেছে, শিগগিরই ক্যাপ্টেনের উত্তরসূরি বাছতে বৈঠকে বসতে পারে কংগ্রেস। পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন সুনীল জাখর, প্রতাপ সিং বাজওয়া এবং রবনিত সিং বিট্টো।
পাঞ্জাবে কংগ্রেসের অন্তঃকলহ দীর্ঘদিনের। সেই ২০১৭ সালে ক্ষমতায় আসার পর থেকেই নভজ্যোত সিং সিধুর সঙ্গে সেভাবে বনিবনা হয়নি মুখ্যমন্ত্রী অমরিন্দরের। সিধুকে প্রথমে নিজের মন্ত্রিসভায় জায়গা দিলেও, তেমন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয়নি তাকে। এদিকে পাঞ্জাব কংগ্রেসে ক্রমশ গুরুত্ব বেড়েছে সিধুর। পাল্লা দিয়ে জনপ্রিয়তা কমেছে অমরিন্দর সিংয়ের। শেষ পর্যন্ত একপ্রকার বাধ্য হয়েই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন অমরিন্দর সিং।
সূত্র : হিন্দুস্তান টাইমস, রয়টার্স