ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মনোহরগঞ্জের নাথেরপেটুয়া
বাস চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৪
Published : Sunday, 19 September, 2021 at 12:00 AM, Update: 19.09.2021 1:56:20 AM
বাস চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৪হুমায়ূন কবির মানিক, মনোহরগঞ্জ ||
কুমিল্লার মনোহরগঞ্জের নাথেরপেটুয়ায় বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনায় আরও ৪ জন আহত হন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলাস্থ নাথেরপেটুয়া পুরাতন বাজারে এ ঘটনা ঘটে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী হিমাচল এক্সপ্রেস (চট্ট মেট্রো-ব ১১-০৭৭৩ ) নামক একটি বাস নাথেরপেটুয়া পুরাতন বাজার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টর কে ধাক্কা দিয়ে প্রায় বিশ গজ সামনে গিয়ে বাসটি একটি ব্যাটারিচালিত অটোরিক্সাকে (মিশুক) চাপা দেয়। এরপর বাসটি অপর একটি সিএনজি চালিত অটোরিক্সাকে চাপা দেয়। এ সময় অটোরিক্সায় থাকা  ৬ জন যাত্রীর মধ্যে ৩ যাত্রী ঘটনাস্থলে নিহত হন। নিহতরা হলেন মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের মো. রাফি (২৩), নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার মো. ইয়াছিন (৩৫) ও একই এলাকার সিএনজি চালক মো. শাহাদাত হোসেন (৩৫)। আহত ৪ যাত্রীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গুরুতর আহত আবুল হোসেনকে (৬৫) উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিক্সা উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।
লালমাই হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ মাকসুদ আহমেদ জানান, শনিবার সন্ধ্যায় তিনজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদেরকে খোঁজা হচ্ছে।