দেবিদ্বারে প্রয়াত চার শিক্ষকের স্মরণে শোকসভা
Published : Sunday, 19 September, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে প্রয়াত চার শিক্ষককের স্মরণে মিলাদ ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা হলরুমে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাকিব হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আবুল কাশেম ওমানী, অ্যাডভোকেট নাজমা বেগম, ওসি মো. আরিফুর রহমান, প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম।
শোকসভায় এমপি রাজী ফখরুল প্রয়াত চার শিক্ষকের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, মানুষকে মরতে হবে তবে এমন মৃত্যু আর না হোক। যারা আমাদের ছেড়ে চলে গেছেন আমি তাদের রুহের মাগফেরাত কামনা করি। তাহমিনা পারভিন আখি একজন সজ্জন হাসি খুশি মানুষ ছিলেন। তাঁর স্মৃতি আমাদের এখনও কাঁদায়। তিনি অত্যান্ত বিনয়ী একজন মানুষ ছিলেন। যারা করোনায় মারা গেছেন আমি মনে করি তাঁরা শহীদ হয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাদের সকলকে জান্নাত দান করেন।
শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো. একেএম আলী জিন্নাহ, গাজী মো. আনোয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য মোসা. শিরিন সুলতানা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন রাজু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক জিএস আবদুল মান্নান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. শাহাদাৎ হোসেন মিঠু, মো. সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল। প্রসঙ্গত, গত ৩ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে মারা যান প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাহমিনা পারভিন আঁখি। তিনি দেবিদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে মারা যান দক্ষিন খার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সোহেল রানা, চাপানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহীনা আক্তার এবং বরকামতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আইয়ুব আলী। বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি দেবিদ্বার উপজেলা শাখা এ মিলাদ ও শোকসভা আয়োজন করে। এসময় দেবিদ্বার উপজেলার সকল শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।