ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে পুলিশ কনস্টেবল নিয়োগে প্রজেক্টরের মাধ্যমে প্রচারণা
Published : Sunday, 19 September, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি: গতকাল ১৮ সেপ্টেম্বর রাতে বুড়িচংয়ে ভরাসার বাজারে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে নতুন নিয়মে নিয়োগ- প্রজেক্টরের মাধ্যমে প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। আধুনিক পুলিশ বাহিনী গঠনে সাধারণ জনগণ ও প্রার্থীদের শারীরিক মানসিক ও মনস্তাত্ত্বিকভাবে তাদের সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে এ প্রজেক্টরের মাধ্যমে এ কার্যক্রম প্রচারণা করা হয়। ইতোমধ্যে বুড়িচং উপজেলার বিভিন্ন হাট বাজারে বিট পুলিশিং সভা, লিফলেট বিতরণ ও নিয়োগ বিজ্ঞপ্তির বিভিন্ন চিত্র প্রদর্শিত হয়েছে।
বুড়িচং থানার ওসি মো. আলমগীর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এসময় সাবেক চেয়ারম্যান ও ভরাসার বাজার কমিটির সভাপতি মো. বিল্লাল হোসেন বক্তব্য রাখেন। এসময় এসআই জিল্লুর রহমান, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ অন্যান্য পুলিশ ফোর্সগণ উপস্থিত ছিলেন। ওসি তাঁর বক্তব্যে বলেন, বহুদিন ধরে চলে আসা নিয়োগের প্রক্রিয়ায় পরিবর্তন এনে এ বছর থেকে নতুন তথা আধুনিক নিয়মে পুলিশ সদস্যদের নিয়োগ কার্যক্রমের উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দপ্তর। শারীরিক মাপ, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, পুলিশ ভেরিফিকেশন এবং স্বাস্থ্য পরীক্ষাসহ সাতটি ধাপের কোন একটি অযোগ্য বিবেচিত হলে তিনি আর পুলিশে নিয়োগ পাবেন না।