ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টানা ৪ দিন কুমিল্লায় করোনা শনাক্ত ৫ শতাংশের নিচে
Published : Sunday, 19 September, 2021 at 12:00 AM, Update: 19.09.2021 2:01:52 AM
টানা ৪ দিন কুমিল্লায় করোনা শনাক্ত ৫ শতাংশের নিচেকুমিল্লায় টানা ৪ দিন করোনা সংক্রমন শনাক্তের হার ৫ শনাক্তের নিচে। গত ২৪ ঘন্টায় কুমিল্লা জেলায় করোনা সংক্রমন শনাক্তের হার ছিলো ৪ দশমিক ৯ শতাংশ। একদিনে আরো ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছেন ৮৭ জন। এই সময়ের মধ্যে কেউ করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারাননি। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, কুমিল্লা জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৮০৪ এবং সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৮৬০ জন। জেলায় মোট প্রাণহানির সংখ্যা ৯৩৮ জন।
করোনার সংক্রমণ ও মৃত্যু কমার বিষয়ে ডা. নিসর্গ মেরাজ চৌধুরীর বলেন, এখন যে সংক্রমণ শনাক্তের হার তা গত ১৫ দিন আগের করোনা পরিস্থিতি চিত্রায়িত করে। এখন যখন আবার স্কুল খোলা হয়েছে, জনসমাগম বাড়ছে- বর্তমান পরিস্থিতি বুঝা যাবে আরো কয়েকদিন পর। তবে এই হার ধরে রাখার দায়িত্ব এখন সবার। সংক্রমণ হার যত কম হওয়ার কারণ স্বাভাবিক, তবে সেটা যেন বেড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে।  
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, করোনায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৯৩৮ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৮০৪ জন এবং মোট সুস্থ হওয়ার সংখ্যা ৩৪ হাজার ৮০৬ জন।