Published : Monday, 27 September, 2021 at 12:00 AM, Update: 27.09.2021 1:49:58 AM

মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগরে এক প্রবাসীর তালাবদ্ধ ঘরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। শনিবার রাতে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, নগরপাড় গ্রামের ইতালি প্রবাসী শাহজাহান মিয়ার স্ত্রী মাহমুদা বেগম তার ছেলে মেয়েদের নিয়ে গত ২০ সেপ্টেম্বর সোমবার তার বাবার বাড়ী উপজেলার পান্ডুঘর গ্রামের বেড়াতে যায়। এরমধ্যে ২৫ সেপ্টেম্বর শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টায় প্রবাসীর তালাবদ্ধ ঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা বাড়ীর গেইট এবং ঘরের দরজার তালা ভেঙ্গে একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন আগুনে প্রবাসীর ঘরের চারটি রুমের মধ্যে তিনটি রুমের মালামাল পুড়ে প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। প্রাথমিক ভাবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

প্রবাসীর স্ত্রী মাহমুদা বেগম সাংবাদিকদের বলেন, আগুনের খবর পেয়ে আমি বাবার বাড়ী থেকে এসে দেখি আমার ঘরের ফ্রিজ, টিভি, আলমারিসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুর রব দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, এই অগ্নিকান্ডের ব্যাপারে আমাদেরকে কেউ অবহিত করেনি।