Published : Monday, 27 September, 2021 at 11:55 AM, Update: 27.09.2021 11:57:03 AM
আজ সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১। গুগলের ২৩তম জন্মদিন। ১৯৯০ তে প্রথম পরীক্ষামূলক ভাবে তৈরি করা হয়েছিল ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল। তবে এই আবিষ্কারের পর প্রায় দীর্ঘ ৮ বছর অকেজই হয়েছিল এই সার্চ ইঞ্জিনটি। ১৯৯৮ তে ইন্টারনেটে প্রথম নিজের অস্তিত্ব প্রমাণ করে গুগল। তার ৪ বছর পর ২০০২ সালে প্রথম ডুডল বানিয়ে গুগলের জন্মদিন পালন করা হয়।
বিশ্বের বৃহত্তম ইন্টারনেট প্রতিষ্ঠানটি বিশেষ ডুডল তৈরি করে জন্মদিন উদ্যাপন করেছে।
১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয়েছিল গুগলের। কম্পিউটার বিজ্ঞানের দুই শিক্ষার্থী ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের প্রকল্প হিসেবে শুরু করেছিল এ সার্চ ইঞ্জিন। তাঁরা চেয়েছিলেন এমন একটা ওয়েবসাইট তৈরি করতে, যার মাধ্যমে অন্য ওয়েবপেজগুলোর একটা তুলনামূলক তালিকা করা যাবে।
এখন সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ও ইন্টারনেটের গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে গুগল https://www.google.com।