ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দরজা ভেঙে সাবেক নারী ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার
Published : Monday, 27 September, 2021 at 1:22 PM
দরজা ভেঙে সাবেক নারী ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধারবরিশাল নগরীর পশ্চিম কাউনিয়ায় হাওলাদার সড়ক এলাকায় নিজ বাড়ি থেকে সালেহা বেগম (৬৭) নামে অবসরপ্রাপ্ত এক নারী ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সালেহা বেগম মৃত আব্দুল মতিন হাওলাদারের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, সালেহা বেগম সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার পদ থেকে বেশ কয়েক বছর আগে অবসর গ্রহণ করেন। তার দুই কন্যা সন্তান রয়েছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, সালেহা বেগমের এক মেয়ে তার সঙ্গে থাকতেন। কয়েকদিন আগে তার মেয়ে ঢাকায় যান। এরপর বাড়িতে একাই ছিলেন তিনি। রোববার (২৬ সেপ্টেম্বর) রাতে মেয়েরা তাদের মায়ের মোবাইল ফোনে বেশ কয়েকবার কল করেন। কিন্তু তিনি ফোন ধরেননি। তখন মেয়েরা স্বজন ও প্রতিবেশীদের ফোন দিয়ে মায়ের খোঁজ নিতে বলেন। পরে স্বজনরা সোমবার সকালে বাড়িতে এসে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে সালেহা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দেন তারা।

তিনি আরও জানান, মরদেহের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সালেহা বেগমের মৃত্যু হয়েছে। এরপরও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে ময়নাতদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।