Published : Tuesday, 28 September, 2021 at 12:00 AM, Update: 28.09.2021 1:14:28 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় বিদেশি পিস্তল গুলি ও মাদকসহ খোরশেদ আলম সুমন (৩৯)
নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (২৭ সেপ্টেম্বর) ভোরে
কুমিল্লা সদর উপজেলার চান্দপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার
কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলিসহ বিপুল
পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
গ্রেফতারকৃত সুমন চান্দপুর গ্রামের মো. হাসান আলীর ছেলে।
গ্রেফতারের
পর তার দেওয়া তথ্যমতে বাড়ির পাশের একটি বাগান বাড়িতে তল্লাশি করে ৩৩ বোতল
বিয়ার, ৪৬ বোতল বিদেশি মদ, ৮৭ বোতল স্কাফ সিরাপ ও ৩০ বোতল ফেনসিডিল জব্দ
করা হয় বলেও জানিয়েছে র্যাব।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা র্যাব-১১
সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, সন্ত্রাসী সুমনকে
গ্রেফতারের পর মামলা দিয়ে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়ে।
পরে বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব জানায়,
অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সুমন বিগত দুই-তিন বছর পূর্বে তার প্রতিবেশীদের
সাথে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে তার মারামারি সংক্রান্ত ঘটনা ঘটে এবং যা
স্থানীয়ভাবে মিমাংসা করা হয়।
উক্ত ঘটনার পর থেকেই গ্রেফতারকৃত আসামী মোঃ
খোরশেদ আলম সুমন (৩৯) অনুধাবন করে যে, এলাকায় আধিপত্য ও প্রভাব বিস্তার
করার জন্য তার একটি সন্ত্রাসী গ্রুপ থাকা প্রয়োজন। সেই চিন্তাধারা থেকেই সে
অস্ত্র-গোলাবারুদ সংগ্রহ করা শুরু করে এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মজুদ
করে। উক্ত অস্ত্র-গোলাবারুদ দিয়ে সে এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী
কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এলাকায় প্রভাব বিস্তার করার জন্য সে স্থানীয়
যুবকদেরকে সন্ত্রাসী কাজে সম্পৃক্ত করতে থাকে যা ধীরে ধীরে সামাজিক
অবক্ষয়ের দিকে ধাবিত হয়। উক্ত সন্ত্রাসী গ্রুপের সদস্যদের অর্থের যোগান এবং
সদস্যদের চাহিদা পূরণ করার জন্যই সে মাদক ব্যবসা পরিচালনা করত বলে জানায়।