ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
উন্নতমানের প্রযুক্তি নিয়ে কুমিল্লায় চালু হল কে. আলী মা ও শিশু হাসপাতাল
Published : Thursday, 30 September, 2021 at 12:00 AM, Update: 30.09.2021 1:26:31 AM
উন্নতমানের প্রযুক্তি নিয়ে কুমিল্লায় চালু হল কে. আলী মা ও শিশু হাসপাতালস্টাফ রিপোর্টার ।।
মা ও শিশু স্বাস্থ্য সেবায় আধুনিক ও উন্নতমানের প্রযুক্তি এবং চিকিৎসাসেবা নিয়ে কুমিল্লায় চালু হল কে. আলী মা ও শিশু হাসপাতাল লি.। নগরীর ঝাউতলায় বৃহত্তর কুমিল্লা ও নেয়াখালী অঞ্চলের সর্বপ্রথম মা ও শিশু স্বাস্থ্য নিয়ে বিশেষায়িত এ হাসপাতাল চালু করা হয়েছে। বুধবার দুপুরে আড়ম্ভরপূর্ণ পরিবেশে এ হাসপাতালে উদ্বোধন করেন কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
যাবতীয় শিশু রোগ এবং নারীদের সবধরণের রোগের চিকিৎসায় কে. আলী মা ও শিশু হাসপাতাল ঢাকার চিকিৎসার মানে এখানে চিকিৎসা দেয়ার প্রস্তুতি নিয়ে তাদের যাত্রা শুরু করেছে। নির্ভুল রোগ নির্নয়ের জন্য এ হাসপাতালে রয়েছে কুমিল্লায় সবচেয়ে উন্নত মানের ডায়াগনস্টিক ল্যাব, আধুনিক প্যাথলজিক্যাল যন্ত্র, টেকনিশিয়ান এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি সমন্বিত চিকিৎসা ব্যবস্থা। চালু হচ্ছে শিশুদের সর্বাধুনিক এনআইসিইউ।  
উদ্বোধন উপলক্ষে ঝাউতলায় অবস্থিত কে. আলী মা ও শিশু হাসপাতালের হল রুমে বর্নাট্য উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে অনুষ্ঠানের প্রধান অতিথি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন-একটা সময় ছিলো চিকিৎসা সেবামূলক পেশা ছিলো। কিন্তু বর্তমানে এক শ্রেণির ডাক্তারা এটাকে ব্যবসায় পরিণত করেছে। সাধারণ মানুষ চিকিৎসা সেবার নামে প্রতারিত হচ্ছে। তাই ডাক্তারদে উচিৎ সেবার মন নিয়া ডাক্তারী পেশায় আসতে হবে।
আদর্শ সদর উপজেলার দুর্গপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, পরিবহণ ব্যবসায়ী মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কে. আলী মা ও শিশু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জসীম উদ্দীন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিএম ও স্বাচিপ এর সভাপতি ডাঃ আব্দুল বাকী আনিস, কুমিল্লা বিএম এর সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান জসীম, কুমিল্লা স্বাচিপ এর সাধারণ সম্পাদক ডাঃ মোরশেদুল আলম, কে. আলী মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক আমিনুল ইসলাম, কুমিল্লা জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান ও মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান তারিকুল রহমান জুয়েল।
স্বাগত বক্তব্যে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জসীম উদ্দীন  বলেন, কুমিল্লা অঞ্চলে মা ও শিশুদের আধুনিক ও উন্নত চিকিৎসার অভাব রয়েছে। এ হাসপাতালে মাধ্যমে সে অভাব পূরণ হবে। তিনি বলেন,সেবাকেই ব্রত করে আমরা এ হাসপাতাল পরিচালনা করতে চাই।