ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নোবেল পুরস্কারে জেন্ডার কোটা হবে না: শীর্ষ বিজ্ঞানী
Published : Tuesday, 12 October, 2021 at 12:25 PM
নোবেল পুরস্কারে জেন্ডার কোটা হবে না: শীর্ষ বিজ্ঞানীবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদানকারী অ্যাকাডেমির প্রধান জানিয়েছেন তারা কোনও ধরনের জেন্ডার প্রবর্তন করা হবে না। রয়েল সুইডিশ অ্যাকাডেমির প্রধান গোরান হ্যানসন বলেছেন তারা চান মানুষ তাদের গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য পুরস্কার জিতুক, জেন্ডার কিংবা নৃতাত্ত্বিক পরিচয়ের কারণে নয়।

১৯০১ সালে সূচনার পর থেকে মাত্র ৫৯ নারী নোবেল পুরস্কার পেয়েছেন। এই বছর পুরষ্কারে সম্মানিত হওয়া একমাত্র নারী মারিয়া রেসা। সহকর্মী সাংবাদিক দিমিত্রি মোরাতোভের সঙ্গে এবারে শান্তিতে নোবেল পেয়েছেন তিনি।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে গোরান হ্যানসন বলেন, ‘এতো কম সংখ্যক নারী নোবেল লরিয়েট থাকাটা দুঃখজনক আর এতে সমাজের অন্যায্য শর্ত প্রতিফলিত হয়, বিশেষ করে অতীতের বছরগুলোতে, কিন্তু এখনও তা রয়েছে।’ তিনি বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছি আমরা জেন্ডার কিংবা নৃতাত্ত্বিক কোটা রাখবো না।’ আলফ্রেড নোবেলের শেষ উইল অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সুইডিশ শিল্পপতি ও রসায়নবিদ আলফ্রেড নোবেল পুরস্কারটি চালু করেন। মৃত্যুর এক বছর আগে ১৮৯৫ সালে তার করা উইল অনুযায়ী দেওয়া হয় প্রতিবছর নোবেল শান্তি পুরস্কার।

গোরান হ্যানসন বলেন, ‘শেষ পর্যন্ত, আমরা তাদেরই পুরস্কার দেবো, যারা সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’ গত কয়েক দশকের তুলনায় স্বীকৃতি পাওয়া নারীদের সংখ্যা বাড়ছে। তিনি বলেন, ‘মনে রাখতে হবে যে পশ্চিম ইউরোপ বা উত্তর আমেরিকায় প্রাকৃতিক বিজ্ঞানের মাত্র ১০ শতাংশ প্রফেসর নারী, আর যদি পূর্ব এশিয়ায় তাকাই তাহলে এই সংখ্যা আরও কম।’