রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায় চাঞ্চল্যকর রাজু হত্যা মামলা পাঁচজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৯ জনকে খালাস দেওয়া হয়।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট এমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- দরিখড়বোনা আমবাগানের রাজন, একই এলাকার সাজু, নাটোর লালপুর এলাকার বয়া, দূর্গাপুর থানার দাউদকান্দি এলাকার ইসমাইল ও বাগমারা এলাকার রেন্টু।
আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৫ মার্চ রাতে রাজশাহী মহানগরীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী রাজু আহম্মেদ খুন হন। এ ঘটনায় রাজুর বাবা এরশাদ আলী বাদী হয়ে ১৪ জনকে আসামি করে বোয়ালিয়া থানায় হত্যা মামলা করেন। পরে তাদের গ্রেফতার করা হয়।
দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ দ্রুত ট্রাইব্যুনাল আদালত পাঁচজনের ফাঁসি ও ৯ জনকে অব্যাহতির আদেশ দেন।