দেবিদ্বারে পূজামণ্ডপ পরিদর্শন করলেন রাজী ফখরুল এমপি
Published : Wednesday, 13 October, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি। মঙ্গলবার উপজেলার সুলতানপুর, মোহনপুর, এলাহাবাদ, জাফরগঞ্জ, গুনাইঘর ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপে কাপড়সহ বিভিন্ন উপহার প্রদান করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মো. আবুল কাশেম ওমানী, জেলা পরিষদ সদস্য মো. শাহজাহান সরকার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান সুমন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. নুরুল আমিন, মো. সাদ্দাম হোসেন, শাহাদাত হোসেন মিঠু, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. আবু কাউছার অনিক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল, এলাহাবাদ ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, জাফরঞ্জ ইউপি চেয়াম্যান মো. সোহরাব হোসেন, ধামতী ইউপি চেয়ারম্যান মো. মহিউদ্দিন মিঠু, মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সবঅপতি মো. মুজিবুর রহমান ভূইয়া, আওয়ামীলীগ নেতা মো.আনোয়ার হোসেন, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মানিক চক্রবর্তীসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ।