ব্রাহ্মণবাড়িয়ায় হত্যার দায়ে একজনের যাবজ্জীবন
Published : Wednesday, 13 October, 2021 at 12:00 AM
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হত্যার দায়ে একজনের যাবজ্জীবন দিয়েছে আদালত।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবু উবায়দা মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন। তাছাড়া আদালত পাঁচজনের এক বছর হরে কারাদণ্ড দিয়েছে।
যাবজ্জীবনপ্রাপ্ত বাবুল মিয়া (৫৪) উপজেলার বনগজ গ্রামের নসু মিয়ার ছেলে।
এক বছর করে কারাদণ্ড পাওয়া পাঁচ আসামি হলেন- একই গ্রামের মোহাম্মদ আলী, সৈয়দ খাঁ, আবু হানিফ, দুলাল মিয়া ও হাসান মিয়া। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।
এছাড়া এ মামলার আরও ৪৬ আসামিকে খালাস দিয়েছে আদালত।
মামলার বিবরণ অনুযায়ী, ২০০৭ সালের ১৪ ফেব্রুয়ারি পূর্ববিরোধের জেরে ওই গ্রামের দেলোয়ার হোসেন (২০) নামে এক তরুণকে দা দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় ১৭ ফেব্রুয়ারি দেলোয়ারের চাচা মনির মিয়া বাদী হয়ে আখাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০০৭ সালের ১৭ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুজিবুর রহমান ভূঁইয়া বলেন, তারা সব আসামির সাজা আশা করেছিলেন। খালাস পাওয়া আসামিদের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন।
অপরদিকে আসামিপক্ষের আইনজীবী জসিম উদ্দিন খাঁ রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।