Published : Thursday, 14 October, 2021 at 12:00 AM, Update: 14.10.2021 1:46:53 AM
হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনায় স্বামীর কবরের পাশেই দাফন করা হয়েছে মাহমুদা আনোয়ারকে। তিনি কুমিল্লা ০২, হোমনা-তিতাস ও মেঘনার সাবেক এমপি, কেনিনেট সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী মরহুম এমকে আনোয়ারের স্ত্রী। মাহমুদা আনোয়ার পাকিস্তান আমলে মানিকগঞ্জের সাবেক কৃষিমন্ত্রী মরহুম আব্দুল লতিফ বিশ্বাসের মেয়ে ছিলেন।
বুধবার সকাল ৯ টায় ঢাকা কাঁটাবন জামে মসজি প্রাঙ্গণে প্রথম জানাযা ও বিকাল ৩ টায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে এমকে আনোয়ার দম্পতির বড় ছেলে মাহমুদ আনোয়ার কাইজার তার মায়ের বিদেহী আত্মার মাগফিরাত ও বেহেস্ত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন। মাহমুদা আনোয়ারের জানাজায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাসিন সরকার, পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকতারুজ্জামান সরকার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মো. আজিজুর রহমান মোল্লা, বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, সহ-সভাপতি আলমগীর সরকার ও মো. শাহ আলম, পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হক মুকুল ও সাধারণ সম্পাদক ছানাউল্লাহ সরকারসহ হোমনা, মেঘনা ও তিতাস উপজেলার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নানা পেশার সহস্রাধিক মুসল্লি জানাযায় শরীক হন।
মাহমুদা আনোয়ার গত সোমবার দুপুর ২টা ৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ঢাকা এলিফ্যান্ট রোডের নিজ বাসায় ইন্তেকাল করেন। আনোয়ার দম্পতি ২ ছেলে মাহমুদ আনোয়ার কাইজার একজন ব্যবসায়ী ও মার্কেন্টাইল ইন্সুরেন্স কোম্পানীর এমডি ও ছোট ছেলে মাসুদ আনোয়ার যুক্তরাষ্ট্রের একটি মাল্টিন্যাশনাল কোম্পানির ভাইস প্রেসিডেন্ট এবং একমাত্র মেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক বিসিএস ক্যাডার খাদিজা আনোয়াসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রসঙ্গত, সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেবিনেট সচিব এম কে আনোয়ার ৮৪ বছর বয়সে ২০১৭ সালের ২৪ অক্টোবর মৃত্যুবরণ করেন।