ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৬ দফা দাবিতে কুমিল্লা জেলা তাঁতী দলের মানববন্ধন
Published : Wednesday, 13 October, 2021 at 12:00 AM, Update: 13.10.2021 1:01:08 AM
৬ দফা দাবিতে কুমিল্লা জেলা তাঁতী দলের মানববন্ধনস্টাফ রিপোর্টার।। দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও ৬ দফা দাবিতে গতকাল মঙ্গলবার কুমিল্লা (দ:) জেলা তাঁতীদলের উদ্যোগে কান্দিরপাড়ে  মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাজী মুজিবুর রহমান, যুগ্ন আহবায়ক কাজী রেজাউল করিম রানা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  রেজাউল  কাইয়ুম, জেলা কৃষকদল নেতা হাজী মামুন, জেলা যুবদল নেতা  হাজী ইউসুফ, সাজ্জাদ, জেলা তাঁতী দলের আহ্বায়ক  জিএস কামাল হোসেন, সদস্য সচিব মাহমুদুল হক পিটার, যুগ্ম আহবায়ক জিএম বাহার, ফরিদ আলী, কাজী আশরাফুজ্জামান ফরহাদ, কামরুল মাস্টার, তাজুল ইসলাম, মো: সিরাজুল ইসলাম, জিআর শাহজাদা, জিএম ফারুক, মো: ওয়াজকরুনী, মাহতাব উদ্দিন তানিম, মো: সফিক, মিজানুর রহমান, মহানগর তাতীদল আহবায়ক রেজাউল করিম, সদস্য সচিব নবী, যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেনসহ  জেলা, বুড়িচং উপজেলা সদস্য সচিব আবদুল খালেক মাস্টার, কবির হোসেন, সদর দক্ষিণ উপজেলা আহবায়ক আদম সফিউল্লাহ, সদস্য সচিব মো: সফিক, নাঙ্গলকোট উপজেলা আহবায়ক মো: দুলাল, চৌদ্দগ্রাম উপজেলা সদস্য সচিব মো: দাউদসহ জেলা, উপজেলা ও  মহানগর নেতৃবৃন্দরা। মানববন্ধন শেষে নেতৃবৃন্দরা শহরে বিক্ষোভ মিছিল করেন। পরে দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় ৬ দফা দাবি মানার জন্য সরকারের প্রতি আহবান জানান।