টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে হারের তেতো স্বাদ নিয়েছে বাংলাদেশ। মুশফিক-লিটন-আফিফদের ব্যাটিং ব্যর্থতায় মঙ্গলবার শ্রীলংকার বিপক্ষে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ দল।
অবশ্য হারের পেছনে অজুহাত দেখাতেই পারে বাংলাদেশ। শক্তিশালী শ্রীলংকার বিপক্ষে খেলেননি অধিনায়ক মাহমুদউল্লাহ, কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান, পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
জানা গেছে, দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচেও তারকা ক্রিকেটারদের দু-একজনকে পাবে না বাংলাদেশ। আবুধাবিতে আজ দুপুর ১২টায় আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
এ ম্যাচে খেলবেন না সাকিব। এ মুহূর্তে সাকিব সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করলেও বাংলাদেশ একাদশে থাকছেন না তিনি। খেলবেন না মাহমুদউল্লাহ রিয়াদও। পিঠের ব্যথায় বিশ্রামে রয়েছেন তিনি। সাইফউদ্দিনের খেলাও অনিশ্চিত।
তবে এ ম্যাচে খেলার জোরালো সম্ভাবনা রয়েছে মোস্তাফিজের। রাজস্থান রয়্যালসের ম্যাচ শেষে ইতোমধ্যে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন এ বাঁহাতি পেসার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে এমনটিই জানা গেছে।
মোস্তাফিজের উপস্থিতি বাংলাদেশ দলকে শক্তিশালী করবে বলার অপেক্ষা রাখে না।
এদিকে সাকিব-মাহমুদউল্লাহার না থাকাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কারণ নিজেদের আরও পরখ করে নিতে পারবেন দলের তরুণ ক্রিকেটাররা।
সিনিয়র তারকাদের অনুপস্থিতিতে ম্যাচ জেতা যে কতটা চ্যালেঞ্জের, তা ঢের টের পাচ্ছেন ক্রিকেটাররা।