ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লার ৩০ ইউনিয়নে নির্বাচন ২৮ নভেম্বর
Published : Friday, 15 October, 2021 at 12:00 AM, Update: 15.10.2021 12:46:33 AM
কুমিল্লার ৩০ ইউনিয়নে নির্বাচন ২৮ নভেম্বরমাসুদ আলম।। তৃতীয় ধাপে কুমিল্লার ৩০টি ইউনিয়ন (ইউপি) পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৮ নভেম্বর জেলার হোমনা, দাউদকান্দি ও বরুড়া উপজেলার এই ৩০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ৮৭তম কমিশন বৈঠক শেষে ভোটের এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
ইউনিয়নগুলো হলো, হোমনা উপজেলার মাথাভাঙ্গা, ঘাগুটিয়া, দুলালপুর, চান্দেরচর, আছাদপুর, নিলখী, ভাষানিয়া, ঘাড়মোড়া, জয়পুর ইউনিয়ন, দাউদকান্দি উপজেলার দাউদকান্দি উত্তর, সুন্দলপুর, গৌরিপুর, জিংলাতলী, ইলিয়টগঞ্জ উত্তর, মালীগাঁও, মোহাম্মদপুর পূর্ব, মারুকা, বিটেশ^র, পাঁচগাছিয়া পূর্ব, গোয়ালমারী ও পদুয়া ইউনিয়ন এবং বরুড়া উপজেলার আগানগর, ভাবানীপুর, খোশবাস উত্তর, ঝলম, চিতড্ডা, আড্ডা, আদ্রা, লক্ষীপুর, পায়ালগাছা ইউনিয়ন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।