ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব
Published : Saturday, 16 October, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর: ষষ্ঠী থেকে দশমী এই পাঁচদিন ছিল বাঙ্গালী সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে উৎসবে আমেজ। আর বিজয়া দশমী শেষে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতনীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। বাঙালি হিন্দুর সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, বিসর্জনের মধ্য দিয়ে দেবী ফিরে গেলেন স্বর্গলোকের কৈলাসে স্বামীর ঘরে। পরের বছর শরতে আবার তিনি আসবেন এই ধরণীতে পিতৃ গৃহে।
শাস্ত্রমতে এবার মর্ত্যলোক থেকে দেবী দুর্গা দোলায় (পালকি) চড়ে স্বামীগৃহ কৈলাশে ফিরেছেন। যার ফল পৃথিবীতে মহামারি বা মরকতুল্য বিষয়ে ভোগার আশঙ্কা। এবার দেবী এসেছিলেন ঘোটকে (ঘোড়ায়) চড়ে। যার অর্থ পৃথিবীতে ছত্রভঙ্গ, ধ্বংস, ছন্নছাড়া ও ধ্বংসাত্মক লীলার আশঙ্কা।
এদিকে, অষ্টমী তিথিতে কুমিল্লা বিচ্ছিন্ন ঘটনার পর এ বছর বিজয়া দশমীর বিকেলের মধ্যেই সকল পূজা মন্ডপের প্রতীমা বিসর্জন করেন ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়। এর আগে সকালে প্রতিটি পূজা মন্ডপে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় শাস্ত্রিয় ভাবে বিসর্জন হয় দেবী দুর্গাকে। দিনব্যাপী মন্ডপগুলোতে সনাতন ধর্মাবলম্বী নারীরা মায়ের চরণে তেল ও সিঁদুর পড়ান। পরে বিবাহিত নারীরা স্বামীর মঙ্গল কামনা করে একে অন্যের সিঁথিতে সিদুর পড়িয়ে দেন। বিকেলের মধ্যে প্রতীমা বিসর্জনের মধ্যে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্র্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। এ বছর কুমিল্লার ৭৯৫টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হয় শারদীয় দুর্গোৎসব।