সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে আবদুল্লাহ আল মামুন (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রানা সিএনজি পাম্পের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আবদুল্লাহ আল মামুন কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা। তিনি গত দুই দিন আগে দুবাই থেকে দেশে ফিরেন।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, মরদেহের পকেটে পাওয়া মোবাইলে কল দিয়ে তার স্ত্রীর মাধ্যমে পরিচয় জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি সাইফুল ইসলাম জানান, মহাসড়কের পাশে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়